নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়াকে সংবর্ধনা নস্যশেখ উন্নয়ন পরিষদের
নবনির্বাচিত তৃনমুল কংগ্রেস এর সাংসদ মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বসুনিয়াকে সংবর্ধনা দিলন নস্যশেখ উন্নয়ন পরিষদ।
সাংসদেরর নিজ বাসভবনে এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সামিম আখতার, কোচবিহার জেলা সম্পাদক এডভোকেট আহসানুল আলম সরকার,সাজ্জাদ হোসেন আহমেদ, হবিবর রহমান ও আলিপুর জেলা সম্পাদক আজিজুল মিয়া ও অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
২০২৪ লোকসভা নির্বাচনে নস্যশেখ উন্নয়ন পরিষদ শাসক দলকে সমর্থন করেন এবং কেন্দ্রীয় নেতাদের থেকে শুরু করে সমস্ত স্তরের নেতৃত্বরা শাসক দলের হয়ে প্রচার করেন।
আমিনাল হক জানান কোচবিহারের এই জয়ে আমরা ভীষণভাবে খুশি এবং আমরা বিশ্বাস করি নস্যশেখ জনজাতির বিভিন্ন দাবি-দাওয়া রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকারের কাছে পৌঁছানোর জন্য জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া আমাদের পাশে থাকবেন।
নস্যশেখদের ভূমি পুত্র স্বীকৃতি, কামতাপুরী ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে অন্তর্ভুক্তি এবং সমস্ত মহকুমা শহর গুলিতে মাইনোরিটির বরাদ্দকৃত অর্থ দিয়ে একটি করে গার্লস এবং বয়েজ হোস্টেল নির্মাণ এবং সমস্ত ব্লক স্তরে একটি করে মাইনরিটি কমিউনিটি হল করার ব্যাপারেও আবেদন জানান আমিনাল হক।
এছাড়াও এই সংবর্ধনা সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়ের নানাবিধ প্রশংসা করেন নবনির্বাচিত সংসদ এবং নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতা আমিনাল হক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊