অস্ট্রেলিয়াকে হারিয়ে সরাসরি সেমি ফাইনালে ভারত

India vs Australia


অস্ট্রেলিয়াকে হারিয়ে সরাসরি সেমি ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৫ রান তোলে ভারত। সেন্ট লুসিয়ার মাঠে শুরু থেকেই ঝড় তুলেছিলেন রোহিত। তাঁর দাপটেই টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি রান তুলল ভারত।


এদিন অল্পেতেই সেঞ্চুরি মিস করেন রোহিত। ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। তবে এদিন ব্যর্থ হন কোহলি। খালি হাতেই মাঠ ছাড়েন তিনি। শেষবেলায় হার্দিক পাণ্ড্য ১৭ বলে ২৭ রান করেন। ৫ বল খেলা জাডেজাও একটি ছক্কা মারেন। ভারতীয় সমর্থকদের আফসোস সূর্যকুমারের উইকেট নিয়ে। তিনি নিজের উইকেটটি দিয়ে এলেন। না হলে আরও কিছুটা রান তুলতে পারত ভারত। অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও স্টওনইস দুইটি করে উইকেট নেন। একটি উইকেট নেন হ্যাজেলউড। 


জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮১-তেই আটকে যায় অস্ট্রেলিয়া। ডেডিডি ওয়ার্নার ধাক্কা খেলেও দুরন্ত ইনিংস খেলেন হেড। ৭৬ রান করেন তিনি। মার্শ করেন মার্শ ৩৭, ম্যাক্স ২০। অর্শদীপ তিনটি উইকেট নেন। দুইটি উইকেট নেন কুলদীপ। একটি করে উইকেট নেন বুমরাহ ও অক্ষর। এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই দলকে হারিয়েই সেমিফাইনালে উঠলেন রোহিত শর্মারা।