বুমরাহ-অর্শদীপ-কুলদীপের দাপট, আফগানিস্তানকে ৪৭ রানে হারালো ভারত
টি২০ বিশ্বকাপে সুপার এইটে আজ ওভালে ভারত-আফগানিস্তান মুখোমুখি হয়। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। আফগানিস্তানকে টার্গেট দেয় ১৮২। কিন্তু ১৩৪-এ ইনিংস গুটিয়ে যায় আফগানিস্তানের।
এদিনের ম্যাচে প্রথমেই ধাক্কা খায় ভারত। ইনিংসের তৃতীয় ওভারে ৮ রান করেই ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তারপর কোহলি-পন্থের যুগলবন্দি ম্যাচকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। কোহলি ২৪ ও পন্থ ২০ রান করে ফেরেন। ম্যাচকে অতিরিক্ত শ্বাস দেন সূর্য। ২৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সূর্য। দুবে করেন ১০। হার্দিক ৩২, জাদেজা ৭ রান করে। অর্শদীপ ২ রান ও অক্ষর ১২ রান করে শেষ বলে আউট হন। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট তোলেন রশিদ খান ও ফারুকি। একটি উইকেট নেন নবীন উল হক।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এদিন আফগানিস্তানের দুই ওপেনারই ব্যর্থ হন। গুরবাজ ১১ ও হজরতুল্লা ২ রান করে। ইব্রাহিম ৮, নইব ১৭, ওমরজাই ২৬, নাজিব উল্লাহ ১৯, নবি ১৪, রসিদ ২, নুর আহমেদ ১২, নবীন ০ ও ফারুকি ৪ রান করে। ১৩৪-এ আটকে যায় আফগানিস্তান। ভারতের হয়ে অর্শদীপ ও বুমরাহ ৩টি করে উইকেট নেন এবং দুটি উইকেট পান কুলদীপ। একটি করে উইকেট নেন জাদেজা ও অক্ষর। ৪৭ রানে জয় পেল ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊