'Women voters scripted history in 2024 Lok Sabha polls': CEC Rajiv Kumar

women



সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) ইতিহাস গড়ল ভারতের নারীশক্তি। ইউরোপের তিন মহাশক্তিধর দেশের মোট জনসংখ্যাকেও টপকে গেল ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে অংশ নেওয়া মহিলা ভোটারদের সংখ্যা। পাশাপাশি, মহিলাদের ভোটদানের নিরিখেও বিশ্বের বৃহত্তম দেশ হল ভারত।


সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। গোটা নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে তিনি জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) মোট ৬৪.২ কোটি মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা ৩১ কোটি। গোটা বিশ্বের কোনও নির্বাচনে এত মানুষের ভোট দেওয়ার নজির নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।


এদিন নির্বাচনের সাফল্যের খতিয়ান জানিয়ে বেশ কয়েকটি পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা জি-৭ সদস্য দেশগুলোর মোট ভোটারদের দেড়গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যাটা আড়াইগুণ বেশি। এটা কেবল ভোটদাতাদের সংখ্যা। ভোটার তালিকায় নাম থাকা সকলের সংখ্যা গুনতে গেলে এই নজিরও ছাপিয়ে যাবে।


উল্লেখ্য, সদ্যসমাপ্ত নির্বাচনে ৩১ কোটিরও বেশি মহিলা ভোট দিয়েছেন। ইউরোপের চার মহাশক্তিধর দেশ ব্রিটেন, ইটালি, ফ্রান্স এবং জার্মানির মোট জনসংখ্যার থেকেও বেশি মহিলা ভোটদাতাদের সংখ্যা। প্রসঙ্গত, এই চার দেশের জনসংখ্যা যথাক্রমে ৬ কোটি, ৬ কোটি, ৭ কোটি, ৮ কোটি। 

রাজীব কুমার আরও জানিয়েছেন, ৩১ কোটি মহিলা ভোটদাতার নজির বিশ্বের কোনও দেশে নেই। ২০১৯ সালের লোকসভা নির্বাচনকেও ছাপিয়ে গিয়েছে এই সংখ্যা।