বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন গিল ও আবেশ

Gill and avesh


শুরু হয়েছে টি২০ বিশ্বকাপ। ইতিমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ ভারতের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সুপার এইটে পৌঁছে গেছে ভারত। তবে এর মাঝেই বড় খবর বিশ্বকাপ শেষে দেশে ফিরছেন শুভমন গিল ও আবেশ খান এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

বিশ্বকাপের ১৫ জনের দলে নেই দুই তারকা ক্রিকেটারাই। ভারতীয় দলের সাথে রিজার্ভ ক্রিকেটার হিসেবে সফর শুরু করেছিলেন তারা। এক সূত্রে জানা যায়, আগে থেকেই এই দুই খেলোয়াড়কে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পরেই ছেড়ে দেওয়ার কথা ছিল। সেই মতো ভারত-কানাডা ম্যাচের পর তাদের ছেড়ে দেওয়া কথা। গতকাল বৃষ্টি না হলেও মাঠ ভেজা থাকার কারণে ভেস্তে গেছে ভারত-কানাডা ম্যাচ। তবে কি এবার ফিরছেন গিল ও আবেশ? যদিও এখনও পুরোপুরি জানা যাইনি।

পিটিটিআই অনুসারে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, বাকি ম্যাচ গুলোর জন্য ৪ জন অতিরিক্ত খেলোয়াড় প্রয়োজন নেই বলেই করছে ভারতীয় শিবির। গিল ও আবেশকে ছাড়া হলেও দলের সাথেই থাকছেন রিংকু ও খলিল।

ভারতীয় দলে ১৫ জন্মের স্কোয়াডে ওপেনার হিসেবে রোহিত, বিরাট ছাড়াও রয়েছেন জসওয়াল। তাই চতুর্থ ওপেনের হিসেবে গিলের প্রয়োজনীয়তা নেই বলেই মনে করছে ম্যানেজমেন্ট। এদিকে প্রথম সারির তিন ফাস্ট বোলার ছাড়াও হার্দিক ও দুবে তো রয়েছেই তাই দলের সঙ্গে আবেশের সফর করার প্রয়োজনীয়তাও নেই বলে মনে করছে ম্যানেজমেন্ট এমনটাই খবর।