সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ৮৬ তম প্রতিষ্ঠা দিবস পালন দিনহাটা মহকুমা জুড়ে

forward block



আজ ২২ শে জুন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ৮৬ তম প্রতিষ্ঠা দিবস দিনহাটা মহকুমা জুড়ে পালিত হলো।

শনিবার দুপুর ১২টা থেকে দিনহাটা মহকুমার নাজিরহাট, বামনহাট, নয়ারহাট, পেটলা সহ বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠা দিবস পালিত হয়।

দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে মর্যাদার সাথে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্টা দিবস পালিত হয়। দলীয় পতাকা উত্তোলন, নেতাজী প্রতিচ্ছবিতে মাল্যদান এবং শহীদ স্মরণে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।

উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, দিনহাটা শহর সম্পাদক অমিত মিত্র, জেলা কমিটির সদস্য কালিপ্রসাদ দত্ত, প্রবীণ নেতা শ্যামল ধর, সারা ভারত যুবলীগের জেলা সম্পাদক রৌশন হাবিব, মহিলা নেত্রী শুভ্রা দত্ত।