ভেটাগুড়িতে তৃনমূলের শান্তি মিছিল

ভেটাগুড়িতে তৃনমূলের শান্তি মিছিল


ভেটাগুড়িতে তৃনমূলের শান্তি মিছিলে পা মেলালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া BJP-র প্রধান। শনিবার দুপুর ১ টা নাগাদ ভেটাগুড়ি বাজার পরিক্রমা করে এই শান্তি মিছিল আয়োজিত হয়।

প্রসঙ্গত কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক পরাজিত হবার পর থেকেই বিজেপি পরিচালিত ভেটাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় একক সংখ্যাগরিষ্ঠতায় দুটি গ্রাম পঞ্চায়েত দখলে নেয় তৃণমূল কংগ্রেস।

এমনকি গতকাল ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান চুমকি মহন্ত বিজেপি ছেড়ে মন্ত্রী উদয়ন গুহের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন।

আজ সেই প্রধান সহ তৃণমূল নেতা কর্মীদের নিয়ে শান্তি মিছিল করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা এক ব্লক বি এর সভাপতি অনন্ত বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। এই বিষয়ে অনন্ত বর্মন বলেন ভেটাগুড়ি বাজার এলাকায় শান্তির বার্তা নিয়ে এদিনের এই শান্তি মিছিল।

এদিকে আজ সকালে দিনহাটা ১ বি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মনের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৭০ জন কর্মী সমর্থক। এদিন অনন্ত বর্মন নিজে বিজেপি থেকে তৃণমূলে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েই সেইসব কর্মীরা জানান তাদেরকে জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারা আরো জানান বিজেপিতে যাওয়ার পর তারা কোন মর্যাদা পাচ্ছিলেন না সেখানে সবাই নেতা। তাই আজ পুনরায় তৃণমূলে ফিরে এলেন।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা এক বি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন বলেন, এখনো প্রচুর পরিমাণে বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার জন্য যোগাযোগ রেখে চলছে। আগামী দিনে দলীয় নেতৃত্বের নির্দেশ মোতাবেক তাদের যোগদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো জানান আজকের থেকে ভেটাগুড়ি একদম শান্ত থাকবে ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মত ব্যবসা করবে।