ট্রান্সফর্মার বিকল নিয়ে কৃষকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ
কৃষকদের জমিতে জল দেওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে কৃষকরা জমিতে জল দিতে পারছেন না ধানের চারা রোপন করতে পারছেন না তাই কৃষকরা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ।কৃষকদের অভিযোগ বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোন কাজ হয়নি তাই বাধ্য হয়ে আজ আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেয়।
এলাকার এক কৃষক গণেশ হেমব্রম বলেন গাজোলের দেওতলা অঞ্চলের কদমপুকুর এলাকায় কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য সরকারি ডিপটিকল রয়েছে সেই ডিপটিকলের ট্রান্সফার ফরমার বিকল হয়ে যায় চলতি মাসের ৫-৬ তারিখ বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে দেখে যান তারা বলেন ট্রান্সফরমার পুড়ে গেছে পুনরায় নতুন ট্রান্সফরমার দিতে হবে। তারপর বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে করা হলেও কাজের কাজ কিছু হয়নি। আমরা মালদা দপ্তরে যোগাযোগ করি সেখান থেকে গাজোল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করতে বলা হয় ।আমরা সেই মতো গাজোল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করি। কোন কাজ না হওয়ায় আমরা বাধ্য হয়ে আজ সকল কৃষক মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ এবং গাজোল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তারা আমাদের আশ্বাস দেন আজ সন্ধ্যার মধ্যে নতুন ট্রান্সফরমার দেওয়া হবে। আমরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেই ।আমাদের দাবি পূর্ণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তারা বলেন এই সরকারী ডিপ টিবলের মাধ্যমে প্রায় ষাট থেকে ৭০ একর জমির চাষাবাদ হয় ।বর্তমানে ট্রান্সফরমার বিকলের কারণে আমরা ধানের চারা রোপণ করতে পারছি না জমিতে জল দিতে পারছি না সময়মতো ধানের চারা রোপণ করতে না পারলে আমরা কিভাবে জমিতে ধান লাগাবো। সময় মত ধান লাগাতে না পারলে আমরা খাব কি। কিভাবে সংসার চালাবো চিন্তায় রাতে ঘুম কেড়ে নিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊