Latest News

6/recent/ticker-posts

Ad Code

রয়েছে ৪ বছরের সন্তান, কোচবিহারে পরকীয়া করতে গিয়ে স্বামীর হাতে ধরা পড়লেন স্ত্রী !

চার বছরের বাচ্চাকে রেখে অবৈধ প্রেমে মত্ত মহিলা ! 





স্বামী সন্তান থাকতেও পরকিয়ায় স্ত্রী ! এর আগে বোঝানোর পরেও প্রেমে পাগল স্ত্রী পরকীয়ায় মজে ছিলেন বলেই অভিযোগ। এবার কোচবিহারের রাজবাড়ির গেটের সামনে ধরে ফেললেন স্বামী সেই স্ত্রী এবং তার প্রেমিককে হাতেনাতে। এমন ঘটনা ঘটতেই উত্তেজিত জনতা মারমুখী হয়ে পড়েন মেয়ে এবং ওই প্রেমিকের ওপর।

এই বিষয়ে মহিলার স্বামী জানান গত ছয় মাস আগেও আমি ছেলেটিকে হাতেনাতে ধরে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা সুন্দর বাচ্চাও রয়েছে।

কিন্তু আজ আবার আমার স্ত্রী মারুগঞ্জ থেকে কোচবিহারে এসেছে ডাক্তার দেখাবে বলে। এখানে এসে সেই ছেলের সাথেই আমি তাকে দেখতে পাই এবং হাতেনাতে ধরে ফেলি।

আমার একটা সুন্দর ফুটফুটে চার বছর তিন মাসের বাচ্চাও রয়েছে। আমার আর সংসার করা হবে না এর সাথে মনে হচ্ছে।

পরবর্তীতে পুলিশ আসার আগেই লোকজনের ভিড়ের মাঝ থেকে অভিযুক্ত সেই ছেলেটি পালিয়ে যায়। তবে ঘটনা স্থ্লে ছেলে টি তার স্ত্রীকে পুলিশের কাছে তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code