Euro Cup 2024: গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত ইউরোর রাউন্ড অফ সিক্সটিন, জানুন পূর্ণাঙ্গ সূচি 

Euro Cup


গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত ইউরোর (Euro Cup 2024) রাউন্ড অফ সিক্সটিনের সূচি। শুরু হয়েছে ইউরো কাপ। ইউরো কাপে টান টান লড়াই দেখা গিয়েছিল দলগুলির। গ্রুপ পর্বের পর রাউন্ড সিক্সটিন। এই পর্যায়ে ১৬টি দল খেলবে।

এক নজরে ইউরোর শেষ ষোলো:

ইটালি বনাম সুইজারল্যান্ড ২৯ জুন রাত ৯.৩০

জার্মানি বনাম ডেনমার্ক ২৯ জুন রাত ১২.৩০

ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া ৩০ জুন রাত ৯.৩০

স্পেন বনাম জর্জিয়া ৩০ জুন রাত ১২.৩০

ফ্রান্স বনাম বেলজিয়াম ১ জুলাই রাত ৯.৩০

পর্তুগাল বনাম স্লোভেনিয়া ১ জুলাই রাত ১২.৩০

রোমানিয়া বনাম নেদারল্যান্ডস ২ জুলাই রাত ৯.৩০

অস্ট্রিয়া বনাম তুরস্ক ২ জুলাই রাত ১২.৩০

ইউরো কাপের আসরে প্রি-কোয়ার্টার ফাইনাল অর্থাৎ শেষ ষোলোয় কঠিন প্রতিপক্ষের সামনে পড়ছে ফ্রান্স। পর্তুগাল-জার্মানিকেও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে।