Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ

ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ 

Dilip Ghosh


ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপির বহু কর্মী।ঘর ছাড়াদের একটা বড় অংশ আশ্রয় নিয়েছে বিজেপির জেলা কার্যালয়ে।



রবিবার কলকাতা থেকে বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে হাজির হন দিলীপ ঘোষ । পার্টি অফিসে দলীয় নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা, সাধারণ সম্পাদক আশিষ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব।



তবে দিলীপ ঘোষ কোন কথা বলতে অস্বীকার করেন। তিনি কার্যত ম্রিয়মাণ ছিলেন। 


প্রসঙ্গত, সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনে জয়ী হয়ে জোট শরিকদের সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে নরেন্দ্র মোদী। কিন্তু রাজ্যের জায়গায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কোথাও মারপীঠ, কোথাও ঘর বাড়ি ভাঙচুর। এই পরিস্থিতিতে ঘর ছাড়া কিছু পরিবার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code