কোচবিহারে কোন বিধানসভায় কত ভোট পেলেন জগদীশ ও নিশীথ? জানুন বিস্তারিত 

Coochbehar Loksabaha


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কোচবিহারের মাটিতে হারিয়ে কোচবিহার জেলায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। আর এই জয় ঘিরে গোটা কোচবিহার জুড়ে উৎসবের আমেজ। সবুজ আবিরে মেতেছে তৃণমূল কর্মী সমর্থকরা। চলুন দেখে নেওয়া যাক কোচবিহারের কোন বিধানসভা থেকে কত ভোট পেয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও নিশীথ প্রামাণিক।

মাথাভাঙা বিধানসভা জগদীশচন্দ্র বসুনিয়া ভোট পেয়েছে ৯৯৯৭৪, নিশীথ প্রামাণিক পেয়েছে ১১০৬১২ ভোট। মাথাভাঙা বিধানসভায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পক্ষেই বেশি ভোট পড়েছে।

কোচবিহার উত্তরে জগদীশচন্দ্র বসুনিয়া ভোট পেয়েছে ১০৫৮৭০, নিশীথ প্রামাণিক পেয়েছে ১২৩৮৫৯ ভোট। কোচবিহার উত্তরেও বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পক্ষেই বেশি ভোট পড়েছে।

কোচবিহার দক্ষিণে জগদীশচন্দ্র বসুনিয়া ভোট পেয়েছে ৯৫০৯২, নিশীথ প্রামাণিক পেয়েছে ৮৭৩৮৩ ভোট। কোচবিহার দক্ষিণে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পক্ষেই বেশি ভোট পড়েছে।

শীতলকুচি বিধানসভায় ১২৯৬৩৩ ভোট পড়েছে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পক্ষে অন্যদিকে ১১৩৩৫৭ ভোট পড়েছে নিশীথ প্রামাণিকের পক্ষে। এই বিধানসভাতে বেশি ভোট যায তৃণমূলের পক্ষে।

সিতাই বিধানসভা, যে বিধানসভার বিধায়ক তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সেই বিধানসভায় ১২৮১৮৯ ভোট পেয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। নিশীথ প্রামাণিক এই বিধানসভায় ভোট পেয়েছেন ৯৯৯১২ ভোট। এই আসনে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পক্ষে পড়েছে বেশি ভোট।

দিনহাটা বিধানসভা কোচবিহার লোকসভার একটি উল্লেখযোগ্য বিধানসভা। লোকসভা ভোটে এই বিধানসভার বিধায়ক উদয়ন গুহকে লাইমলাইটে দেখা গিয়েছিল বারে বারে। এমনকি উদয়ন গুহকে নজরবন্দি করার আবেদন জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই আসনে তৃণমূল ভোট পেয়েছে ১২৩০৭২টি, বিজেপি পেয়েছে ১০৫০৫৮টি। এই বিধানসভাতে তৃণমূলের পক্ষেই বেশি ভোট।

নাটাবাড়ি বিধানসভায় ১০৩৯১৭টি ভোট পেয়েছে তৃণমূল ১০৫০৬৩ ভোট পেয়েছে বিজেপি। এই বিধানসভায় বিজেপির পক্ষে গিয়েছে বেশি ভোট।

সব মিলিয়ে ইভিএম ভোটে তৃণমূলের পক্ষে ৭৮৫৭৪৭ ভোট আর বিজেপির পক্ষে ৭৪৫১৪৪ ভোট। আবার পোস্টাল ব্যালটে বেশি ভোট পেয়েছে বিজেপি। ২৬২৮ ভোট পেয়েছে তৃণমূল প্রার্থী অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছে ৩৯৮১ ভোট।

ইভিএম ও পোস্টার সব মিলিয়ে তৃণমূলের পক্ষে ভোট পড়েছে ৭৮৮৩৭৫ ভোট অন্যদিকে বিজেপির পক্ষে ভোট পড়েছে ৭৪৯১২৫ ভোট। পরিসংখ্যান হিসেবে ৩৯২৫০ ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়েছে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া।