ডায়মন্ড হারবারে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee


ডায়মন্ড হারবারে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে প্রায়ই উঠে আসে ডায়মন্ডহারবারের নাম। ডায়মণ্ড হারবার মডেলের কথা শোনা যায়। একসময় বামেদের দুর্জয় ঘাঁটি ছিল ডায়মন্ড হারবার। আর সেখানে ঘাস ফুল ফুটিয়ে টানা তৃতীয়বার জয়। আর এই জয় শুধু জয় নয় রেকর্ড জয়। গত বারের জয়ের ব্যবধানকে ছাপিয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে ৬ লক্ষেরও বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়।


২০১৪ সালে প্রথম বার ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিষেক। এর পর ২০১৯ সালেও সেখানে ৩ লক্ষ ২০ হাজার ভোটে জয়ী হন তিনি। এবার ২০২৪-এ ৬ লক্ষের বেশি ভোটে জয়। 


দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দীর্ঘ ভোটপর্বে দলের প্রার্থীদের সমর্থনে একের পর এক জনসভা করে গিয়েছেন অভিষেক। বাংলার প্রতি বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘বঞ্চনা’ এবং ‘অবিচার’কে প্রচারে তুলে ধরেছিলেন তিনি।



দীর্ঘ ভোট গ্রহণ পর্ব শেষে আজ লোকসভা নির্বাচনের ফল ঘোষনা। টান টান উত্তেজনা সারা দেশজুড়ে। কার্যত বাংলায় এক্সিট পোলের ঠিক উল্টো চিত্র ফুটে উঠেছে আপাতত। সবুজ ঝড়ের আশঙ্কা। এগিয়ে তৃণমূল কংগ্রেস। প্রায় সারা রাজ্যে তাই চলছে। ফল চূড়ান্ত না হতেই কোথাও কোথাও শুরু হয়েছে সবুজ আবির খেলা। কীর্তি আজাদ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহু আসনেই জয় তৃণমূল কংগ্রেস। কার্যত রেকর্ড সংখ্যক ভোটে জয় পেলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেনাপতির সিলমোহর যেন চূড়ান্তভাবে আবার তার নামের পাশে সেঁটে গেল। গোটা বাংলার সাথে সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেশের অন্যান্য কেন্দ্রেও। খুব সহজ যে এনডিএ পাবে তেমনটাই আভাস কিন্তু ফুটে উঠছে। ভোট বৈতরণী টপকে দিল্লী কার সেটা দেখার লক্ষ্যে গোটা ভারতীয় আজ ফলের দিকে তাঁকিয়ে। আর সেই ফল যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্পষ্ট হবে তাও স্পষ্ট।