নস্যশেখ উন্নয়ন পরিষদের কোচবিহার ১ নং ব্লক কমিটি গঠন করা হলো হরিণচওড়া মসজিদ প্রাঙ্গনে

nasyasekh


প্রায় ১৫০ জনের উপস্থিতিতে সর্বসম্মতিতে ৫৫ জনের একটি কমিটি গঠন হয় এবং সভাপতি হিসেবে মনোনীত হন মোস্তাফা হোসেন, কার্যকারী সভাপতি হিসেবে মনোনীত হন রুহুল আমিন, সম্পাদক হিসেবে মনোনীত হন মোবারক হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন জাকির হোসেন।

এদিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক, কেন্দ্রীয় সভাপতি মহম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সামিম আখতার, জেলা সম্পাদক এডভোকেট আহসানুল আলম সরকার, ওলামা পরিষদের সভাপতি মুফতি আনোয়ার হোসেন সাঈদী ও আরও অনেকে।

আমিনাল হক জানান এই মুহুর্তে নস্যশেখ উন্নয়ন পরিষদ উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো সামাজিক সংগঠন যা মাইনোরিটি দের অর্থনৈতীক,সামাজিক তথা সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে। আজ যেমন কোচবিহার ১ নং ব্লক কমিটি করা হলো একই সাথে শিতলখুচি ব্লক,জলপাইগুড়ি মাল ব্লক, দিনাজপুরের কয়েকটি ব্লক এমনকি দিনহাটা ১ নং ব্লকের কয়েকটি জি.পি. কমিটিও আজ গঠন করা হয়।

আমিনাল হক আরও জানান, এছাড়াও আগামী ৩০শে জুন কেন্দ্রীয় কর্মী সম্মেলন করা হবে কোচবিহার ডি.এম. অফিস সংলগ্ন অডিটোরিয়াম তথা উৎসব ভবনে, ।