ফের বিতর্কিত বক্তব্য মন্ত্রী উদয়ন গুহের
উদয়ন গুহের বক্তব্য নিয়ে ফের বিতর্ক। দিনহাটার নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উদয়ন গুহ। দিনহাটা পৌরসভার কয়েকজন কাউন্সিলর জোর করে, হুমকি না দিয়ে সাধু সেজে নির্বাচনী প্রচার করার জন্যই দিনহাটা পৌরসভায় ফল খারাপ হয়েছে এমনটাই মন্তব্য করলেন উদয়ন গুহ।
উদয়ন গুহের এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এদিন বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, আমরা কোচবিহার শহরে ভোটে হেরেছি, দিনহাটা শহরে ভোটে হেরেছি, দিনহাটা শহরে হারার পেছনে তৃণমূলের কমিটি যেমন দায়ী, দিনহাটার নাগরিক হিসেবে আমিও ততটাই দায়ী কিন্তু সব থেকে বেশি দায়ী দিনহাটা পৌরসভার কয়েকজন কাউন্সিলর। তারা নিজেদের গায়ে যেন কালি না লাগে, তাদের মানুষ যেন কিছু না বলতে পারে, তারা ভোটটা এমন করে করেছে কারো উপর কোন জোর দেখাচ্ছি না কারো ওপর কোন হুমকি দিচ্ছি না একদম সাধুর মতো ভোট করিয়েছে। তার ফলস্বরূপ আমরা ২০০০ ভোটে হেরেছি। না হলে আমরা হারতাম না। এবার যারা সাধুর বেশ ধারণ করেছিলেন আগামী পৌরসভা নির্বাচনে তারা গায়ের জোর না দেখিয়ে কিভাবে ভোটে যেতেন সেটাই দেখার।
উদয়ন গুহের এই বক্তব্যের পর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, সন্ত্রাস ছাড়া তৃণমূল কংগ্রেস জিততে পারবে না তারা ভালো মতো জানে তাই নির্বাচনে তারা সন্ত্রাস করে। দিনহাটাতেও সন্ত্রাস না করলে তারা জিততে পারত না। তাই তারা সবসময় সন্ত্রাস করার কথাই বলে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊