কোন রাজনৈতিক কারনে নয়, কোচবিহারে এসেছি মদনমোহন পুজো দিতে-মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আহত যাত্রীদের সাথে দেখা করে রাত সাড়ে নটা নাগাদ আগাম ঘোষণা অনুযায়ী কোচবিহারে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, কোন রাজনৈতিক কারণে নয়, কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দিরের পূজো দেওয়ার উদ্দেশ্যেই তার কোচবিহারে আগমন। সেই সাথে সারাদিন ধকলের পর একটু বিশ্রাম দরকার তাই কোচবিহারে আসা।
আগামীকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার একটি ছোট্ট বৈঠক রয়েছে এবং তারপরে তিনি কোচবিহার ছেড়ে চলে যাবেন বলে জানান।
এদিন তাকে স্বাগত জানানোর জন্য ঘোকসাডাঙ্গা, পুন্ডিবাড়ি, খাগড়াবাড়ি, এলাকায় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি এদিন তাকে স্বাগত জানাতে কোচবিহার সার্কিট হাউসে উপস্থিত ছিলেন নব্য-নির্বাচিত সংসদ জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদায়ন গুহ, জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, আব্দুল জলিল আহমেদ, গিরীন্দ্রনাথ বর্মন সহ জেলার অন্যান্য নেতৃত্ব। কোচবিহার জয়লাভ করার পরে এই প্রথমবার কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী।
দলীয় সূত্রে জানানো হয়েছে দলীয় কর্মীদের সাথে ঐদিন বৈঠক করতে পারেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊