কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ, জানুন বিস্তারিত


Recruitment


ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে একটি শূন্যপদে নিয়োগ করা হবে। এমনটাই খবর। ১২ মাসের চুক্তিতে এই নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে বায়োটেকনোলজি কিংবা বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও সংশ্লিষ্ট বিভাগে কাজের জন্য আবেদন জানাতে পারবেন।

ওই প্রকল্পে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি’র তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। আগ্রহীদের মলিকিউলার বায়োলজি, প্রোটিন বায়োকেমিস্ট্রি, প্রোটিন ইঞ্জিনিয়ারিং, সিন্থেটিক বায়োলজি নিয়ে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

জানা যাচ্ছে আগামী ২৬শে জুনের মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ইমেইল আইডিতে সমস্ত নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি দেখতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের ওয়েবসাইটে যান। বাছাই পর্বের পর ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।