বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে আফগানিস্তান

AFG vs ban


বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিফাইনালে আফগানিস্তান। বিশ্বকাপের আজ মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। সেই ম্যাচে কাটা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। বৃষ্টির কারণে প্রতিটি দলের ১৯ ওভারে খেলার সিদ্ধান্ত হয় সেই মতো প্রথম ব্যাট করতে নামে আফগানিস্তান। নির্ধারিত কুড়ি ওভারে ১১৪ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯ ওভারে থেকে ৭ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর এর সাথে সাথেই দুরন্ত জয় দিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। 



আফগানিস্তানের ওপেনার গুরবাজের ৪৩ ও ইব্রাহিমের ১৮ এবং অধিনায়ক রশিদ খানের ১৯ রানের ইনিংসে ভর করেই নির্ধারিত ১৯ ওভারে ৫ উইকেট খুইয়ে ১১৪ রান তোলে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে রিশাদ তিনটি উইকেট নেন এবং একটি করে উইকেট তোলেন তাসকিন ও মুস্তাফিজুর। 


জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার লিটন দাস উইকেটে টিকে থাকলেও একে একে ব্যাটাররা প্যাভিলিয়নে ফিরতে থাকে। রশিদ খানের ঘূর্ণির কাছে কার্যত ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওপেনিং থেকে শুরু করে একা হাতে ৫৪ রানের ইনিংস গড়েন লিটন থাকেন অপরাজিতাও। রশিদ ও নবীন তিনটি করে উইকেট নেন। পুরো টিম যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছে তখন একা হাতেই সামাল দিচ্ছিলেন লিটন দাস। কিন্তু রক্ষে হল না‌। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে। 


আফগানিস্তানের এই বিরাট জয়ের সাথে সাথে প্রথমবার টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে আফগানিস্তান। সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রশিদেরা। তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।