Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bridge Collapse: এবার সাড়ে ৫ কোটি টাকার ব্রিজ ভেঙ্গে পড়লো নদীর জলে

Bridge Collapse: এবার সাড়ে ৫ কোটি টাকার ব্রিজ ভেঙ্গে পড়লো নদীর জলে

bridge worth 5.5 million rupees collapsed


বিহারের পর এবার ঝাড়খণ্ডেও ভেঙে পড়েছে নির্মাণাধীন একটি সেতু। গিরিডিহ জেলার দেওরি ব্লকের আরগা নদীর উপর নির্মিত সেতুর পিলারটি প্রবল বৃষ্টিতে তলিয়ে যায়, যার কারণে গার্ডারটি ভেঙে যায় এবং সেতুটি ধ্বংস হয়ে যায়।


এক কর্মকর্তা জানান, বর্তমানে কোনো হতাহতের খবর নেই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে 235 কিলোমিটার দূরে দেওরি ব্লকে। ডুমরিটোলা ও কড়িপাহাড়ি গ্রামকে যুক্ত করতে ফতেপুর-ভেলাবতী সড়কে একটি সেতু নির্মাণ করা হচ্ছে।

এত বেশি খরচে সেতুটি তৈরি হলেও গিরিডিহ সড়ক নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার বলেন, সেতুটির নির্মাণকাজ চলছে। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সেতুর গার্ডার ভেঙে যায়, যার জেরে একটি পিলার বেঁকে যায়। ঠিকাদারকে অংশটি পুনর্নির্মাণের জন্য বলা হয়েছে। তবে সেতুর প্রকল্প ব্যয়ের বিষয়ে কিছু জানাননি তিনি।

তবে সূত্র জানায় মাত্র এক সপ্তাহ আগে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে । এটি ঝাড়খণ্ডের গিরিডিহ এবং বিহারের জামুই জেলার প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করবে। আরেক প্রকৌশলী বলেন, গার্ডারের শাটারিংয়ের কাজ এক সপ্তাহ আগে হয়েছে এবং এটিকে শক্তিশালী করতে কমপক্ষে ২৮ দিন সময় লেগেছে।

একই সঙ্গে বিহারে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত 10-15 দিনে বিহারের পঞ্চম সেতুটি ভেঙে পড়েছে। সর্বশেষ ঘটনাটি ভেজা কোশি বাঁধ চকের কাছে লালওয়ারি থেকে মধুবনী জেলার মাধেপুর ব্লকের মহাপাতিয়া প্রধান সড়ক পর্যন্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code