নকল সোনা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পরল এক মহিলা

নকল সোনা


কোচবিহার:

নকল সোনা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পরল এক মহিলা। রবিবার দুপুরে ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারি দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েন এক মহিলা। জানা যায় ওই মহিলার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে। জানা যায় ভেটাগুড়ি বাজার এলাকায় একটি জুয়েলারি দোকানে ওই যুবতী সোনা বিক্রি করতে আসে। সেখানে থাকার দোকানে কর্মচারীরা, ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যায় ঠিক তখনই তারা দেখতে পায় ওই সোনাটি নকল। কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকান মালিক কেও খবর দেন। এরপরেই ওই যুবতীকে দোকানে আটক করেন স্থানীয়রা। 



এই ঘটনার খবর পৌঁছে যায় দিনহাটা থানায়। এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই যুবতী কে জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এখনো পর্যন্ত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি তবে তার বাড়ি অসমে এমনটাই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা বলেন যদি এটা কেউ বুঝতে না পারতো তাহলে বড় ধরনের প্রতারণা শিকার হতো তারা এমনটাই বলছেন এলাকাবাসীরা। 


বলাই বাহুল্য কিছুদিন আগেই দিনহাটার গোসানিমারিতে নকল সোনার বারসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সেই ঘটনাবেশ এখনো কাটেনি তারই মাঝে নকল সোনা বিক্রি করতে এসে হাতেনাতে এক যুবতী ধরা পড়ার ঘটনায় শোরগোল পড়ে গেল ভেটাগুড়িতে।