Mamata Banerjee: নরেন্দ্র মোদীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, বললেন মমতা
বাংলা জুড়ে কার্যত গেরুয়া ঝড়। কোচবিহার থেকে ডায়মন্ডহারবার একে একে বহু আসনেই জিতছে তৃণমূল। এই পরিস্থিতিতে আজ বিকেলে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মুখোমুখি হলেন সাংবাদিকদের। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী পদ থেকে নরেন্দ্র মোদির ইস্তফা দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, মোদি নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। একক সংখ্যাগরিষ্ঠতা পাননি উনি। তাই অবিলম্বে মোদির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করলেন মমতা।
শুধু তাই নয় মমতার দাবি এই মুহূর্তে বিজেপি TDP এবং নীতীশ কুমারের পায়ে ধরছে সরকার টিকিয়ে রাখার জন্য। এদিন বিজেপি, মোদি এবং অমিত শাহকে নিশানা করেন মমতা। নৈতিক দায় নিয়ে শাহেরও পদত্যাগ করা উচিত বলে দাবি করেন মমতা। মমতা আরও বলেন, "বিজেপি-র এক গদ্দার এখানে নির্বাচন করিয়েছে। আমি খুশি যে বাংলার মানুষ এই রায় দিয়েছেন। সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার, কুৎসা হয়েছে, মা-বোনেদের অসম্মান হয়েছে, সেখানেও জিতেছি আমরা। উত্তরবঙ্গে ওঁদের তথাকথিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মেরুদণ্ড ভেঙে দিয়েছেন মানুষ।"
মমতার দাবি, ক্ষমতায় থাকাকালীন মোদি সরকার যা ইচ্ছে তাই করেছে। ইচ্ছে মতো আইএএস অফিসার, জেলাশাসকদের বাতিল করা হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা। আদালতের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি। ইডি, সিবিআই এবং এনআইএ দিয়ে লাগাতার অত্যাচার চালিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ মমতার। পাশাপাশি ২৬ হাজার চাকরি বাতিল, ১৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Posted by Sangbad Ekalavya on Tuesday, June 4, 2024
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊