SSC TET Certificate: 12th RLST 2011 TET Certificate

madam and students



স্টাফ রিপোর্টার, সংবাদ একলব্য : হাই কোর্টের নির্দেশে কর্মরত সব শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত নথিপত্র ডিজিটাইজ করার কাজ চলছে রাজ্যে। জার জন্য শিক্ষকদের নিজেদের নিয়োগ-নথি জমা দিতে হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে। আর এই কাগজ জমা দিতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ২০১১ সালের ১২তম রিজিওনাল সিলেকশন টেস্টে (RLST) উত্তীর্ণ হয়ে বর্তমানে শিক্ষকতা করা বহু শিক্ষক।

আসলে এই সময় টেট পাস করাদের হাতে টেট পাসের সার্টিফিকেট দেওয়া হয়নি, তবে নর্দান জোনে টেট পাসের সার্টিফিকেট দেওয়া হয়েছিলো বলে জানাগেছে। কিন্তু কিছুদিন দেওয়ার পরেই বন্ধ করে দেয়। কয়েকজন শিক্ষকের দাবী, সে সময় অতিরিক্ত ভীরের কারনে বলা হয়েছিলো টেট পাস সার্টিফিকেট পোস্ট করে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু পোস্ট করা হয়নি। 

তবে যাইহোক, এবার মিটতে চলেছে সমস্যা। এবার ২০১১ সালের ১২তম রিজিওনাল সিলেকশন টেস্টে (RLST) উত্তীর্ণদের টেট সার্টিফিকেট দিতে উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। 

ইতিমধ্যেই কমিশনের আঞ্চলিক দপ্তর থেকে জারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত টেট সার্টিফিকেট বিতরণ করা হবে। এই সময়সীমার মধ্যে টেট সার্টিফিকেটের জন্য আবেদন জানানো সংশ্লিষ্ট প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিয়ে তা সংগ্রহ করতে বলা হয়েছে। প্রসঙ্গত, ১২তম আরএলএসটির ভিত্তিতে রাজ্যে প্রায় ৩০ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল।

নোটিশে বলা হয়েছে, WBCSSC মেমো নং 445(5)/6088/CSSC/ESTT/2024 dtd 29.05.2024-এর পরিপ্রেক্ষিতে, সমস্ত TET যোগ্য প্রার্থীদের এতদ্বারা অবহিত করা হচ্ছে যে অবন্ঠিত TET সার্টিফিকেট বিতরণ করা হবে অফিস থেকে। ১৪.৬.২৪ থেকে ০৫.০৭.২৪ এর মধ্যে, অফিসের কাজের সময়। তদনুসারে, সংশ্লিষ্ট আবেদনকারীদের তাদের প্রাসঙ্গিক নথি জমা দিয়ে তাদের TET সার্টিফিকেট সংগ্রহ করার জন্য জানানো হচ্ছে।

আরও জানানো হয়েছে যে শংসাপত্র সংগ্রহ করার পরে তাদের শংসাপত্র আজীবন (Lifetime) বৈধকরণের জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অফিসে যেতে হবে।

তবে কমিশনের সাউথ ইস্টার্ন দপ্তর থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তি ঘিরে অন্যান্য আঞ্চলিক শাখার প্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। যেহেতু এই নির্দেশিকা সাউথ ইস্টার্ন দপ্তর থেকে জারি হওয়া ফলে অন্যান্য আঞ্চলিক শাখার অন্তর্ভুক্তদের কবে থেকে টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে তা এখনো জানা যায়নি।