'জনজাতির উন্নয়নের জন্য সরকারের সাথে সক্ষতা রেখেই কাজ করবো'-নস্যশেখ উন্নয়ন পরিষদ

nasyasekh
মৌলানি কর্মতীর্থে সভা



নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির বর্ধিত সভা হলো জলপাইগুড়ি জেলার মৌলানি কর্মতীর্থে। প্রায় ৩ শতাধিক মানুষের উপস্থিতি অনুষ্ঠিত হয় এদিনের সভা।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক,কেন্দ্রীয় সভাপতি মহ: মহিউদ্দিন, কেন্দ্রীয় কোষাধক্ষ্য সামিম আখতার, কেন্দ্রীয় সহ-সভাপতি পাশারুল আলম, কোচবিহার জেলা সম্পাদক এডভোকেট আহসানুল আলম সরকার, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন সাঈদি,জলপাইগুড়ি জেলা সম্পাদক ফরিদ আক্তার গাজি,জলাপাইগুড়ি জেলা সভাপতি বাচ্চু প্রধান সহ আরও অনেকে।

এদিনের এই সভায় জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লক থেকে সদস্যরা এসেছেন বলে জানান জেলা সম্পাদক ফরিদ আক্তার গাজি।

প্রধান বক্তা আমিনাল হক জানান জনজাতির উন্নয়নের জন্য সরকারের সাথে সক্ষতা রেখেই আমরা কাজ করবো, ইতি পূর্বেই রাজ্য সরকার নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছেন এবং ২ দফায় 2কোটি এবং ৩কোটি মোট ৫ কোটি টাকা বরাদ্দ করেছে।

লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পূর্নাঙ্গ বোর্ড করে দেবার আশ্বাস দেন আর আমরা সেই দিকেই তকিয়ে আছি বলে জানান আমিনাল হক।