বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ

Subhash Sarkar


বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ার শালতোর বিধানসভার ঝঙ্কা বুথে। প্রার্থীকে বুথে পেয়েই পানীয় জলের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।



পাঁচ বছরে কি করেছেন, বেরিয়ে যান এখান থেকে, প্রার্থীকে এভাবেই আক্রমণ শানালেন বিক্ষোভকারী গ্রামবাসীরা। এমনকি তাকে মারতেও উদ্ধত হন বিক্ষোভকারীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। 


অপরদিকে সুভাষ সরকার বলেন, কেন্দ্র থেকে টাকা দেওয়া হয়েছে,কিন্তু তৃণমূল জলের অসুবিধা করছে। বিক্ষোভকারীরা প্রোরোচিত হয়ে এ কাজ করছে। 


প্রসঙ্গত আজ ষষ্ঠ দফায় সারা দেশের সাথে রাজ্যেও চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। আজ রাজ্যে আটটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে। বাঁকুড়াতেও চলছে ভোট গ্রহন।