CCTV ছাড়াই ৬টি বুথে নির্বাচন! অভিযোগ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর
দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে লিচুবাগান এলাকায় ছটি বুথে সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ।ক্যামেরা মিসিং এর অভিযোগ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর।সিসিটিভি না থাকা সত্ত্বেও ভোট গ্রহণ হয় এই বুথ গুলোয় এমনটাই অভিযোগ।
মৌলানা জহর স্কুল ও লিচু বাগান প্রাইমারি স্কুলের ছয়টি বুথে (১৫১, ১৫২, ১৫৩, ১৫৫, ১৫৬, ১৫৭) সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোটগ্রহণ পর্ব। সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন আধিকারিকে ফোনে, হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ হাওড়া বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর।
তার দাবী দিনের শেষে এই সবকটি বুথে প্রায় ৯০% ভোট পড়েছে । সেই ক্ষেত্রে তিনি মনে করছেন উক্ত সমস্ত বুথে অসংবিধানিক কার্যকলাপ হয়েছে। তাই তিনি রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সাংবাদিক সম্মেলন করেন রাত এগারোটা নাগাদ।কারন ২১ শে মে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊