নতুন অত্যাধুনিক LHB কোচ নিয়ে বামনহাট স্টেশনে পৌঁছলো উত্তরবঙ্গ এক্সপ্রেস
দিনহাটা:
নতুন অত্যাধুনিক LHB কোচ নিয়ে বামনহাট স্টেশনে পৌঁছলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, খুশি রেলযাত্রীরা। সোমবার সকাল ১০:৩৯ মিনিট নাগাদ বামনহাট স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
উল্লেখ্য দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে অত্যাধুনিক LHB কোচে রূপান্তর করলেন উত্তর পূর্ব রেল দফতর।
গতকাল সন্ধ্যায় শিয়ালদহ থেকে রওনা হয়ে আজ ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বামনহাট স্টেশনে পৌঁছালো উত্তরবঙ্গ এক্সপ্রেস।
নতুন সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি দেখতে স্টেশনে ভিড় জমান রেলে ভ্রমনপিপাসু সহ বামনহাট এলাকার বাসিন্দারা। অনেকেই বলছেন নতুন LHB কোচ যেমন যাত্রীদের নজর কাড়বে, তেমনি যাতায়াতে থাকবে অনেক সুবিধা, স্বাচ্ছন্দের দিক থেকে ভাড়াও রয়েছে সাধ্যের মধ্যে।
এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে বামনহাট স্টেশনে নেমে এক রেলযাত্রী জানায় যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে LHB কোচ, নতুন পালক সেটা আগের তুলনায় অনেকটাই সুন্দর, যাতায়াতেও রয়েছে দারুণ সুবিধা, ভাড়া যেমন সাধ্যের মধ্যে তেমনি সাজ সজ্জার দিকেও অনেকটাই উন্নত।
2 মন্তব্যসমূহ
Very Good🙏🙏. Sangbad ekalavya also did a tremendous job.
উত্তরমুছুনConvenor, CoochBehar Dinhata Railyatri association
🪴🪴🪴AMRA LHB COACH PEYE ANANDITO 🪴🪴🪴🪴
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊