RPF এর তৎপরতায় উদ্ধার পাচার হয়ে যাওয়া নাবালিকা
কাজের প্রলোভন দেখিয়ে দিল্লীতে পাচার করা হচ্ছিলো আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর স্পেশাল টিম।
শুক্রবার সকালে দিল্লি গামী ব্রহ্মপুত্র মেল থেকে চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় সীতা বরাইক নামে এক মহিলাকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অসহায়তার সুযোগ নিয়ে নারী পাচারকারী দল যে আজও কতটা সক্রিয় সেই প্রমান আরও একবার পাওয়া গেলো। পুলিশ সুত্রে জানা গেছে সীতা বরাইক এর আগেই এই কাজে যুক্ত ছিলো। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বরাইক।
তিনি বলেন দিল্লীতে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাচ্ছিলাম। মেয়ের বাড়িতে সব জানে। ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ।
খবর পেয়ে আসাম পুলিশ রওনা হয়েছে। এই দুইজনকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊