Latest News

6/recent/ticker-posts

Ad Code

পর্যটকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ষাটঊর্ধ্ব বৃদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপগুড়িতে

পর্যটকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ষাটঊর্ধ্ব বৃদ্ধার, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপগুড়িতে

Road Accident



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

পর্যটকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ষাটঊর্ধ্ব বৃদ্ধার,  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধুপগুড়িতে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত দেওমালী মাইচকা সেতু সংলগ্ন এলাকায়।



স্থানীয় সূত্রে জানা যায়, কুলসুম বিবি নামে ঐ বৃদ্ধা সকাল ৭ টার সময়ে এশিয়ান হাইওয়ে-৪৮ পার হয়ে প্রতিবেশির বাড়িতে যান। ফিরে আসার সময় রাস্তা পার হতে গেলে গয়েরকাটার দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি পর্যটকের গাড়ি তাকে সজোরে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।



ঘটনার পর ঘাতক পর্যটক গাড়িটিকে আটক করে দেয় স্থানীয়রা। ঘটনার খবর পাওয়া মাত্রই ধূপগুড়ির ট্রাফিক ওসি সহ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে থানায় নিয়ে আসে। এর জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।



মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code