Latest News

6/recent/ticker-posts

Ad Code

পঞ্চায়েত অফিসে ভরদুপুরে চললো গুলি, চাঞ্চল্য এলাকাজুড়ে

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে ভরদুপুরে গুলি

Panchayat Office Shootout


হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে ভরদুপুরে চলল গুলি, পঞ্চায়েত অফিস চত্বরে চাঞ্চল্য। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার তিন নম্বর পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। অফিসের মধ্যেই গুলি চালানোর অভিযোগ ওঠে। হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভয় পেয়ে যান পঞ্চায়েত কর্মীরাও। দুষ্কৃতীরা পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।




জানা গিয়েছে, ঘটনায় জখম হয়েছেন পঞ্চায়েত প্রধানের বাবা সহ আরও দুজন। তবে জানা যাচ্ছে এই ঘটনায় অভিযোগের তীর প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দিকে। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন সদস্যের মধ্যে ঝামেলার জেরেই অফিসে ঢুকে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।




পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code