Sai Sudharsan: ভাঙলেন শচীনের রেকর্ড, টি২০-র ইতিহাসেও নজির
আইপিএলের (IPL 2024) ৫৯তম ম্যাচে গত বারের দুই ফাইনালিস্ট গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস (Gujarat Titans vs Chennai Super Kings) একে অপরের মুখোমুখি হয়েছে আজ। আর আজ মাঠে নেমেই প্রথম ব্যাট করতে নেমে ধুম ধামাকা খেলতে থাকেন গুজরাত টাইটান্সের দুই ওপেনার।
এদিন গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন সেঞ্চুরি হাঁকান। এদিন আমদাবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৪-এর ম্যাচে দুর্দান্ত শতরান করেন গুজরাট টাইটানসের তরুণ ওপেনার সাই সুদর্শন। তিনি ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৩ রান করে সাজঘরে ফেরেন। সুদর্শনের আইপিএল তথা টি-২০ কেরিয়ারের এটিই প্রথম শতরান। ১০০০ রানের মাইলস্টোন টপকে যান সাই সুদর্শন। আর সাথে সাথে শচীন টেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াডের রেকর্ড ভেঙে দেন তিনি। সুদর্শন ইনিংস সংখ্যার নিরিখে দ্রুততম ভারতীয় হিসেবে আইপিএলে ১০০০ রানের মাইলস্টোন টপকানোর সর্বকালীন রেকর্ড গড়েন। এতদিন এই রেকর্ড যুগ্মভাবে ছিল শচীন টেন্ডুলকার ও রুতুরাজ গায়কোয়াডের দখলে। দুজনেই ৩১ ইনিংসে ১০০০ রানের মাইলস্টোন টপকান।
শুধু তাই নয়, ভারতীয় ও বিদেশি মিলিয়ে সাই সুদর্শন সার্বিকভাবে আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০০ রান করা ব্যাটসম্যানদের তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে জায়গা করে নেন। সুদর্শনের মতোই ২৫টি ইনিংসে ১০০০ রান করেছেন ম্যাথিউ হেডেন। সুদর্শন ও হেডেনের থেকে কম ইনিংসে আইপিএলে ১০০০ রান করেছেন কেবল লেন্ডল সিমন্স (২৩টি ইনিংসে) ও শন মার্শ (২১টি ইনিংসে)
অপরদিকে, ছয় ছক্কায়, নয়টি চারে ৫৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন গিল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊