Rishabh Panth: সাসপেন্ড পন্থ! RCB-র বিরুদ্ধে পন্থ ছাড়াই মাঠে দিল্লী

Panth



রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে দিল্লী ক্যাপিটালস। কিন্তু এই ম্যাচের আগেই জানা গিয়েছিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে পারছেন না দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। কারণ, এক ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন পন্থ।



এ বারের আইপিএলে তাঁর দল তিনটি ম্যাচে সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। সেই কারণেই ভারতীয় ক্রিকেট বোর্ড নিলম্বিত করল পন্থকে। ৩০ লক্ষ টাকা জরিমানাও হয়েছে পন্থের। তিন বার একই ভুল করার জন্য দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ অথবা ১২ লক্ষ টাকার মধ্যে যেটা কম হবে, সেটা দিতে হবে। 


রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ গুরুত্বপূর্ণ দিল্লীর। এই ম্যাচ জিতলে প্লে অফের রাস্তা খোলা। কার্যত প্লে-অফে উঠতে হলে সেই ম্যাচে জয় প্রয়োজন দিল্লির। পন্থের বদলে মাঠে কুমার কুশগরা।