CSK vs RR: ৫ উইকেটে রাজস্থানকে হারালো চেন্নাই সুপার কিংস
৫ উইকেটে রাজস্থানকে হারালো চেন্নাই সুপার কিংস। আইপিএল ২০২৪ এর ৬১ তম ম্যাচে আজ মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক। প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৪১ রানের স্কোর গড়ে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারেই লক্ষ্য টপকে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস।
এদিন রাজস্থানের হয়ে যশোয়াল ২৪, বাটলার ২১, স্যামসন ১৫, রিয়ান ৪৭, জুরেল ২৮, দুবে ০ ও অশ্বিন ১ রান করে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৪১ রানের স্কোর গড়ে রাজস্থান। চেন্নাইয়ের হয়ে সিমারজিৎ ৩টি ও দেশপান্ডে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। রাচিন ২৭, রুতুরাজ ৪২, মিচেল ২২, মইন ১০, দুবে ১৮, জাদেজা ৫ ও রাজভি ১৫ করে। ১৮.২ ওভারেই ১৪৫ করে লক্ষ্য টপকে ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। অশ্বিন ২টি, বার্গার ও চাহাল ১টি করে উইকেট নেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊