WB Primary TET 2023: প্রকাশ হয়েছে টেটের Answer Key, করা যাবে চ্যালেঞ্জ 




অবশেষে প্রকাশিত হয়েছে প্রাথমিক টেটের উত্তর কি। প্রাথমিক টেট ২০২৩-র মডেল উত্তর কি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ২৪শে ডিসেম্বর ২০২৩ গোটা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল সেই টেট। মডেল অ্যানসার কি প্রকাশ করার সাথে সাথে বোর্ড জানিয়েছে যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকে তবে চ্যালেঞ্জ জানাতে পারবে পরীক্ষার্থীরা।

গত ৭ই মে ২০২৪ প্রাথমিক টেট ২০২৩ এর মডেল অ্যানসার কি প্রকাশ করেছে পর্ষদ। ১০ই মে থেকে শুরু হয়েছে চ্যালেঞ্জ জানানোর আবেদন গ্রহন। চলবে ৯ই জুন পর্যন্ত। চ্যালেঞ্জ করতে প্রতি প্রশ্ন পিছু খরচ করতে হবে ৫০০ টাকা। তবে রয়েছে একটা সুবিধা। যদি প্রার্থীর চ্যালেঞ্জে ঠিক থাকে তবে প্রার্থী ফেরৎ পাবে টাকা কিন্তু যদি চ্যালেঞ্জে ভুল থাকে তবে আর ফেরৎ মিলবে না টাকা।

প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানা গেছে, প্রার্থীর তরফ থেকে কোনো অভিযোগ জমা পড়লে তা বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন। ভুলভ্রান্তি মিটিয়ে নয়া করে মডেল অ্যানসার কি প্রকাশ হবে। তারপর চূড়ান্ত ফল। এরপর পর্ষদ আর কোনো অভিযোগ শুনবে না প্রশ্ন নিয়ে। প্রসঙ্গত একাধিক অভিযোগ উঠেছিল প্রশ্ন। এরজন্য হাইকোর্টের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে পর্ষদকে ফলে এবার সব বিতর্ক নিরসন করার প্রচেষ্টায় পর্ষদ।


আপনি কি এখনও Primary TET 2023 Answer Key এখনো দেখেননি তবে দেখে নিন Click Here