Coochbehar: মুকুটে নয়া পালক, রাজ্যের সেরা সরকারি কলেজের মর্যাদা পেল কোচবিহারে এবিএন শীল কলেজ

Abn Seal College


কোচবিহার জেলার মুকুটে জুড়লো নয়া পালক। রাজ্যের সেরা সরকারি কলেজের মর্যাদা পেল কোচবিহারে এবিএন শীল কলেজ (ABN Seal College) । ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (NAAC)-র রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলির মধ্যে রাজ্যের সেরা কলেজ উত্তরবঙ্গের কোচবিহার জেলার সদর শহরে অবস্থিত আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজ(ABN Seal College)।

১৮৮৮ সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্থাপন করেছিলেন এই কলেজ। শতাব্দী প্রাচীন এই কলেজ অবিভক্ত বাংলায় উত্তরের প্রেসিডেন্সি হিসাবে পরিচিত ছিল। সে সময় নাম ছিল ভিক্টোরিয়া কলেজ (Victoria College)। পরবর্তীতে প্রথম ভারতীয় অধ্যক্ষ হিসাবে বিশ্ব বিখ্যাত দার্শনিক ব্রজেন্দ্রনাথ শীল এই কলেজে যোগ দেন। পরবর্তীতে তার নামেই কলেজের নামকরণ করা হয়।

মনীষী পঞ্চানন বর্মা, আব্বাসউদ্দিন, অমীয় ভূষণ মজুমদারের মতো ছাত্র এই কলেজে পড়াশুনা করেছেন। ব্রজেন্দ্রনাথ শীল এই কলেজে ১৮ বছর পড়িয়েছেন। এটি আগে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত ছিল এবং এখন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 1970 সালে, এটি আচার্য ব্রজেন্দ্র নাথ সিল কলেজ (ABN Seal College) হিসাবে নতুন নামকরণ করা হয়।

NAAC দ্বারা A+ হিসাবে স্বীকৃত হয়েছে । গতবছর A+ স্কোর দিয়ে রাজ্যের সেরা কলেজ ছিল বেথুন ছিল। এবার সেই শিরোপা এবিএন শীল কলেজের। এবিএন শীল কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক "সেন্টার অফ এক্সিলেন্স" মর্যাদা দেওয়া হয়েছে ।