Kunal Ghosh: প্রত্যাবর্তন কুনালের!
তৃণমূলের হয়ে ব্যাট করতে বরাবরই দেখা যেত কুনাল ঘোষকে। দলের মুখপাত্রের দায়িত্ব সামলেছেন কুনাল। মাঝে দিয়েছেন পদ থেকে ইস্তফাও। তারপরেও তৃণমূলের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। পরে হঠাৎই দলের সব পদ থেকে সড়িয়ে দেওয়া হয় কুনাল ঘোষকে। যদিও কুনাল বলেছিলেন আগেই সব পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন নতুন করে এরকম সড়িয়ে দেওয়ার বিজ্ঞপ্তি অহেতুক। হয়েছে অনেক জলঘোলাও। লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূলের তারকা প্রচারের তালিকা থেকে বাদও গিয়েছেন। তৃণমূলের সাথে দূরত্ব বেড়েছিল কুনালের।
কিন্তু আজ রইল চমক। স্বমহিমায় ফের তৃণমূলের তারকা প্রচারের তালিকায় ফিরলেন কুনাল ঘোষ। আর তারপরেই রাজ্য রাজনীতিতে তোলপাড়-কুনালের প্রত্যাবর্তন। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ। তার আগে সপ্তম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করলো তৃণমূল। আর সেই তালিকায় ৪০ জন তারকা প্রচারকের মাঝে জ্বলজ্বল করছে কুনাল ঘোষের নাম।
তালিকায় নাম থাকা নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘আমি দলের সৈনিক। দল যখন যেখানে যে কাজ দেবে, আমি সেই কাজ করতে প্রস্তুত।’’ অবশ্য একথা কুনাল ঘোষের মুখে বারে বারেই শোনা গিয়েছে। দলীয় ভাবে তাকে সড়িয়ে দেওয়ার পরও তিনি জানিয়েছেন তিনি তৃণমূলের সৈনিক। দল কোনো কাজ দিলে তিনি তা করতে প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊