Dilip Ghosh : দিলীপ ঘোষকে বাধা, কনভয়ে ছোড়া হল পাথর

Dilip Ghosh


সোমবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছিল বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রের ভোট। কিন্তু দুপুর গড়াতেই বেঁধে গেল ধুন্ধুমার। মন্তেশ্বরের তুল্লাবাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে দেখেই গো-ব্যাক স্লোগান, জয় বাংলা ধ্বনি উঠতে থাকে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দেওয়া হল রাস্তাতেই।

জানা যায়, দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করে তৃণমূল কর্মীরা। এমনকি গাড়ির সামনে শুয়েও পড়ে তৃণমূল কর্মীরা। তারপরে এগিয়ে যেতে চাওয়ায় ধাক্কা করে তৃণমূল কর্মীরা। পাথর ছুড়ে ভাঙা হয় দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ। জখম হন এক নিরাপত্তা কর্মী। এমনকি সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙা হয়।

পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, অভিযোগ দিলীপ ঘোষের। এরপর নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে যান। জানা গেছে, দিলীপ ঘোষের ওপর আক্রমণের ঘটনায় সক্রিয় হয়েছে কমিশন। দফায় দফায় দিল্লী থেকে ফোন এসেছে রাজ্যে। এমনটাই খবর। টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে বলে খবর।