মন্দিরের তালা ভেঙ্গে দান বাক্স চুরি করার ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে

tample

Sangbad Ekalavya, Desk News: 

জলপাইগুড়ি শহরে চুরি ছিনতাই এর সাথে সাথে এবার ফের মন্দিরের তালা ভেঙ্গে দান বাক্স চুরি করার পরিকল্পনা নিল কিছু দুষ্কৃতি । জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত চব্বিশ নম্বর ওয়ার্ডের কান্তেশ্বরী কালীমন্দিরে এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে এই বিষয়টি দেখেন এক বাসিন্দা বিকাশ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন মন্দিরে পূজো দিতে গিয়ে দেখি মন্দির এর তালা ভাঙ্গা। মন্দিরের ভিতরে দান বাক্স অন্য জায়গায় ফেলানো । আরেকটি দান বাক্স ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। এ বিষয়ে এলাকার কাউন্সিলর তথা মন্দির কমিটির সদস্যরা বলেন এর আগেও এই মন্দিরে চুরি হয়েছে। আবারও ফের মন্দিরে চুরি হলো। আমরা আতঙ্কে রয়েছি।

তবে কত কি চুরি গেছে তা পরে বোঝা যাবে। কাউন্সিলর বলেন, এই ধরনের ঘটনা বারবার ঘটলে হয়তো আমাদের নিজেদেরই আর নিরাপত্তা থাকবে না । তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যাতে এর দ্রুত ব্যবস্থা করা হয়।