বিজেপি নেতা কৌস্তুভ বাগচীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ



Sangbad Ekalavya, News Desk: 

আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রের পাশাপাশি ভোট মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর। ধনেখালিতে ধুন্ধুমার। লকেটকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের। মুকুলের পাড়ায় অর্জুনকে গো ব্যাক স্লোগান থেকে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। 

এবার ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। 

তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে খবর।

বিজেপি নেতা কৌস্তুভ বাগচীকে ঘিরে বিক্ষো*ভ তৃণমূলের, গাড়ি ভা*ঙচুরের অভিযোগ #KoustavBagchi

Posted by Sangbad Ekalavya on Monday, May 20, 2024