বিকেল সাড়ে ৪টি পর্যন্ত রাজ্যের ভোটে ১৯১৩ অভিযোগ কমিশনে!


Sangbad Ekalavya, News Desk: 

পশ্চিমবঙ্গ পঞ্চম পর্বে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ সহ সাতটি আসনে ভোট গ্রহন পর্ব আজ। বাংলার সাত লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৯১৩টি অভিযোগ জমা পড়েছে বলে খবর।

নির্বাচন কমিশন সূত্রে খবর, সোমবার বিকাল সাড়ে ৪টে পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৯১৩টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম। অভিযোগের সংখ্যা ২৪৫টি। তৃণমূল অভিযোগ করেছে ৭৪টি। বিজেপির তরফে ১৪২টি অভিযোগ জমা পড়েছে। মাত্র দু’টি অভিযোগ করেছে কংগ্রেস।


আজ 20ই মে সোমবার 18 তম লোকসভা নির্বাচন 2024-এর পঞ্চম ধাপে আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ। উত্তর প্রদেশের 14টি, মহারাষ্ট্রের 13টি, পশ্চিমবঙ্গের 7টি, বিহারের 5টি সহ 49টি এবং ওড়িশা, ঝাড়খণ্ডে ৩টি এবং জম্মু ও কাশ্মীর ও লাদাখে ১টি করে পঞ্চম দফায় ভোট হচ্ছে। প্রথম ধাপের ভোট 19 এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল যেখানে 102টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল এবং দ্বিতীয় ধাপটি 26 এপ্রিল সম্পন্ন হয়েছিল যেখানে 88টি আসনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। 

11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসন নিয়ে তৃতীয় ধাপের ভোট 7 মে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং চতুর্থ ধাপটি 13 মে সফলভাবে সম্পন্ন হয়েছিল। সমস্ত আসনের ফলাফল 4 জুন ঘোষণা করা হবে।