CBSE Result 2024: CBSE-র ফল ঘোষণা কবে? যা জানালো বোর্ড
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তার দিনক্ষণ জানিয়ে দিল সেন্টার বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন। বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী ২০ই মে-র পর প্রকাশিত হবে ফল। মনে করা হচ্ছে ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট একই দিনে প্রকাশ করবে বোর্ড। ২০মে-র পর ফল প্রকাশ করা হবে এমনটা জানালেও ঠিক কবে প্রকাশিত হবে, তা এখনও জানায়নি সিবিএসই।
সাধারণত মে মাসেই ফল ঘোষনা করা হয়। তবে এবার মে মাসের শুরুতেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল ২০ই মে-র পর ফল ঘোষনা করা হবে। ভোটের আবহে ফল প্রকাশে দেরির আশঙ্কা অনেকেই করেছিলেন। কারণ ভোটের জেরে যান চলাচল প্রায়ই বিপর্যস্ত হয়। যা পড়ুয়াদের খাতা দেখার ক্ষেত্রে দেরি করিয়ে দেয়। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল।
কোভিডের পর থেকে একই দিনে দুই শ্রেণির ফল ঘোষনা করা হয়। কয়েক ঘন্টার ব্যবধানে ঘোষণা করা হয় ক্লাস টেন (CBSE Result 2024 Class 10) ও ক্লাস টুয়েলভের (CBSE Result 2024 Class 12) ফল। তবে এবছর কীভাবে কবে ফল প্রকাশ হবে তা এখনো জানা যায়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊