Actress Runa Khan: কৃষ্ণচূড়ার বনে আগুন লাগালেন এই অভিনেত্রী
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান (Actress Runa Khan) মাঝেমধ্যেই নিজেকে মোহনীয় রূপে উপস্থাপন করে থাকেন। সম্প্রতি তারই ধারাবাহকতায় তিনি নিজেকে রাঙালেন কৃষ্ণচূড়ার লাল রঙে।
গোলাপের মতো ফুলদানিতে জায়গা না পেলেও কৃষ্ণচূড়ার এক আলাদা আবেদন আছে। আর সে আবেদন যেন বহুগুণে বেড়ে গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের (Actress Runa Khan) কৃষ্ণচূড়া থিমের সাজপোশাকের ছবিগুলোতে।
এক্সক্লুসিভ ব্লাউজের উদ্যোগ ডাস্টকোট দ্য ব্লাউজের ডিজাইনার আনার কলি খানের ডিজাইনটি সত্যিই দুর্দান্ত। আর সেই সঙ্গে পারফেক্ট রঙের যে জামদানিটি পরেছেন এই আকর্ষণীয় অভিনেত্রী, তা নেওয়া হয়েছে তাকওয়া ইউএসএ থেকে। রুনা খানের (Actress Runa Khan) কাছ থেকেই জানা গেল, নিজেই সেজেছেন তিনি হালকা মেকওভারে। আর সবকিছু মিলিয়ে আলোকচিত্রী নূর এ আলম- এর তোলা ছবিতে রীতিমতো চোখ ধাঁধাচ্ছেন রুনা খান। কৃষ্ণচূড়া ফুল হাতে অভিনেত্রী রুনা (Actress Runa Khan) যেনো নিজেই হয়ে উঠেছে কৃষ্ণচূড়ার লাল ফুল।
রুনা খান (Actress Runa Khan) সম্প্রতি তার ফেসবুক পেজে বেশকিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ’কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’ রুনার পোস্ট দেখে তার রূপের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা।
ছবিতে দেখা যাচ্ছে, লাল জামদানিতে কানের পাশে কৃষ্ণচূড়া ফুল গুঁজে দিয়ে চমৎকার হাসিতে আকাশের দিকে চেয়ে আছেন রুনা । হাতে লাল কৃষ্ণচূড়া, কপালে ছোট লাল টিপ আর খোলা চুলে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী (Actress Runa Khan)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊