Latest News

6/recent/ticker-posts

Ad Code

Viral Video: পড়নে বিকিনি, বাসে উঠে পড়লেন যুবতী, ভাইরাল ভিডিও

Viral Video: পড়নে বিকিনি, বাসে উঠে পড়লেন যুবতী, ভাইরাল ভিডিও 

Viral Video


রিলস, শর্টস-এর জন্য শ্যুটিংয়ের দাপটে বারবার শিরোনামে উঠে এসেছে মেট্রো। তবে এবার মেট্রো ছাড়িয়ে শিরোনামে বাস। দিল্লীর বাসে উঠে পড়লো বিকিনি পড়া এক যুবতী। রিলস বা কোনো শ্যুটিং নয়। আচমকাই বিকিনি পড়ে বাসে উঠে পড়েন যুবতী।



এক ভিডিও ক্লিপে দেখা যায় দিল্লীর বাসে হঠাৎ এক যুবতী উঠে পড়ে শুধু বিকিনি পড়া। এই অবস্থা দেখে প্রায় রীতিমতো কিংকর্তব্যবিমূঢ় অবস্থা তরুন যাত্রীদের। তাঁকে দেখে রীতিমতো ছিটকে আসছেন তাঁর পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা, অস্বস্তিতে পড়ছেন অন্যান্য পুরুষ যাত্রীরাও৷ নিমেষে এই ভিডিও ভাইরাল হয়ে যায়৷

এই ভিডিও ক্লিপটি ভাইরাল হতেই একাধিক ইস্যুতে আলোচনা শুরু হয়েছে। কেউ মনে করছে তরুণীর মানসিক অবস্থা ঠিক নেই অনেকেই মনে করছে অতি গরমের ফল। একাংশ আবার তোপ দেগেছে তরুনীর ড্রেস সেন্স নিয়ে। আবার, পোশাক নির্বাচনের স্বাধীনতার কথা বলেছেন একাংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code