আজকের বিশেষ বিশেষ খবরBreaking news



জলপাইগুড়ির বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার নয় লক্ষ টাকা। আদর্শ আচরণ বিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজার এলাকায় সেই নাকা চেকিং-এ উদ্ধার টাকা।

ট্রায়াল রান চলাকালীন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার থামিয়ে তল্লাশি চালানো আয়কর দফতর। এই ঘটনায় ইতিমধ্যে তোপ দেগেছে তৃণমূল। তৃণমূলের দাবি কোনো কিছুই পায়নি আধিকারিকরা। আগামীকাল তমলুকে সভা অভিষেকের তা আটকাতেই এই তল্লাশি।

নববর্ষে কলকাতাবাসীকে জয় উপহার দিল কলকাতা নাইট রাইডার্স। লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে সল্ট ঝড়ে নাইট শিবির জয়ের স্বাদ পেল। এদিন ১৬২ টার্গেট খুব সহজেই তাড়া করে কলকাতা নাইট রাইডার্স।

ইজরায়েলে গত রাতে হামলা চালিয়েছে ইরান। ইরান-ইজরায়েল যউদ্ধ পরিস্থিতি। সঙ্কটে পশ্চিম এশিয়া। গভীর রাতে ইরান থেকে ইজরায়েলে হামলার অভিযোগ। ক্ষেপণাস্ত্র-সহ ঝাঁকে ঝাঁকে বিস্ফোরক সহ ড্রোন হামলার অভিযোগ ইজরায়েলের।

উত্তর-পূর্ব দিল্লি আসনে টিকিট পেলেন কানাইয়া কুমার। আজ কংগ্রেসের তরফে দিল্লীর তিন আসনে প্রার্থী ঘোষনা করা হয়। দিল্লির চাঁদনি চক আসন থেকে লড়বেন বর্ষীয়ান জয় প্রকাশ আগরওয়াল । উত্তর-পশ্চিম দিল্লীর প্রার্থী উদিত রাজ।

হামলার দায় স্বীকার করে সলমনকে খোলাখুলি হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। ভোররাত থেকেই কার্যত ঘুম উড়িয়ে দিয়েছিল, সালমানের বাড়িতে গুলির ঘটনা। আর বিকেল হতে না হতেই দায় স্বীকার করে খোলা হুমকি এবার আর গুলি মিস হবে না।

বর্ষবরণে মাতলো গোটা বাংলা। জায়গা জায়গায় হল মঙ্গল শোভাযাত্রা। মন্দির গুলোতে পুজো দিতে ভিড়। নববর্ষের দিন চালসায় জনসংযোগ সাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চাকরি থেকে বিনিয়োগ, আয়ুশমান থেকে স্বাস্থ্য, ফ্রি রেশন একাধিক উল্লেখযোগ্য বিষয় নিয়ে লোকসভা নির্বাচন ২০২৪-এর ইস্তেহার প্রকাশ করলো ভারতীয় জনতা পার্টি।

৪২- এও ছক্কার হ্যাটট্রিক, আইপিএলে নয়া নজিরের মালিক ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২৫০ তম ম্যাচ খেলতে নেমে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে প্রথম তিনটি বলে ছক্কা হাঁকানোর নজির গড়লেন মাহি। ব্যাট করতে নেমেই প্রথম তিনটি বলে ছক্কা হাঁকাতে পারেননি কোনও ভারতীয় ব্যাটার। কিন্তু আইপিএলের ইতিহাসে এই নজির গড়ে ফেললেন মাহি।