অস্ত্র নিয়ে বিজেপি কর্মীকে হুমকি তৃণমূল কর্মীর! ভাইরাল ভিডিও
নির্বাচন কমিশনের বিধি নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্র নিয়ে হুমকির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে, ভাইরাল ভিডিও
লোকসভা নির্বাচন ২০২৪ আর কয়েক ঘন্টা পরে। ইতিমধ্যে প্রচার পর্ব শেষ হয়ে গেছে সমস্ত রাজনৈতিক দলের। নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন বিধি নিষেধ লাগু করা হয়েছে বিভিন্ন এলাকায়। নির্বাচনের দিন এবং তার আগে বা পরে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার চেষ্টা করে যাচ্ছে রাজ্য-কেন্দ্র দুই তরফই। এত বিধি নিষেধের পরেও সন্ত্রাসের ছবি ধরা পরল শীতলখুচিতে।
জানা যাচ্ছে, তৃণমূল কর্মী অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় ঘুরে বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছেন। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই ভাইরাল হওয়া ভিডিও ঘিরে শোরগোল।
জানা যাচ্ছে ঘটনাটি শীতলকুচি বিধানসভার। তৃণমূল কর্মী অস্ত্র নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে ও ভয় দেখাচ্ছে। আরও জানা যায়, পরবর্তী তাকে বিজেপি কর্মীরা আটক করে পুলিশের হাতেও তুলে দেয়। সেই ছবিও দেখা যাচ্ছে সোস্যাল মিডিয়ায়।
বিজেপির অভিযোগ গতকাল রাতের অস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছিল সেই সময় বিজেপি কর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊