Latest News

6/recent/ticker-posts

Ad Code

Summer Vacation in Bengal School 2024: এগিয়ে এল গরমের ছুটি? কবে থেকে বন্ধ স্কুল?

Summer Vacation in Bengal School 2024: এগিয়ে এল গরমের ছুটি? কবে থেকে বন্ধ স্কুল?

Student


বেজে গেছে নির্বাচনী দামামা। ১৯ শেষ এপ্রিল থেকেই শুরু নির্বাচন। এর মাঝেই স্কুলের গরমের ছুটি নিয়ে বিজ্ঞপ্তি। এগিয়ে যেমন আসলো তেমনই গরমের ছুটির মেয়াদও বাড়লো। ভোটের জন্যই মূলত গরমের ছুটি বাড়ল বলে মনে করা হচ্ছে। এবার ২২ দিন থাকবে গরমে ছুটি।



জানা গেছে আগামী ৬ মে থেকে ২ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে। অর্থাৎ আগে ৯ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু তা শুরু হচ্ছে ৬ই মে থেকে। উল্লেখ্য ভোটের কারণেও কয়েকদিন ছুটি থাকবে স্কুল গুলি। ১৯ এপ্রিল থেকে রাজ্যে প্রথম দফার লোকসভা ভোট। প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ থাকবে। ২৪-২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ থাকবে।



ভোটের উত্তেজনাও ক্রমশ বাড়ছে বঙ্গে শুরু হয়ে গেছে গরমের তীব্রতাও। গরমের ছুটি এগিয়ে এলে আখেরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সকলেরই সুবিধা হবে তবে উত্তরবঙ্গের স্কুলগুলিতে যদি আগাম গরমের ছুটি পড়ল সেখানে কতটা সুবিধা হবে তা বলবে সময়। কারণ সেখানে ভোটও আগে। আর মে মাসে সেখানকার একাধিক জেলাতে বিরাট গরম পড়ে এমনটা নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code