স্টেট লেভেলের উশু প্রতিযোগিতায় পদক পেলেন জলপাইগুড়ি জেলায় ১৩ জন
মধুসূদন রায়, জলপাইগুড়িঃ পশ্চিমবঙ্গ স্টেট লেভেলের উশু প্রতিযোগিতায় কলকাতা থেকে পদক ছিনিয়ে আনলেন জলপাইগুড়ি জেলার মোট ১৩ জন। সুযোগ পেল ন্যাশনাল লেভেলে খেলার মোট ৬জন। ছাত্রদের এহেন সাফল্যে বেজায় খুশি কোচ দীপক বর্মন। খুশির হাওয়া জলপাইগুড়ি জেলা জুড়ে।
জানা গেছে, গত ২২ শে মার্চ থেকে ২৪ শে মার্চ ১৯ তম স্টেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কলকাতার সাই স্টেডিয়ামে। সেখানে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার প্রতিযোগীরা। তাদের মধ্যে জলপাইগুড়ি জেলা থেকে মোট ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে মোট ১৩ জন পদক ছিনিয়ে আনতে সক্ষম হয়। তাদের এই সাফল্যে যেমন খুশি তাদের পরিবারের সদস্যরা তেমন'ই খুশি জলপাইগুড়িবাসী।
এদের মধ্যে গোল্ড মেডেল পেয়েছেন ৬ জন। তাদের নাম হলো -
(১) কোয়েল জর্দার , জলপাইগুড়ি।
(২) পূর্বাসা দেবনাথ, জলপাইগুড়ি।
(৩) অর্ণব রায়, ময়নাগুড়ি।
(৪) রাজদীপ্ত দাস, ময়নাগুড়ি।
(৫) বিজয় বর্মন, ময়নাগুড়ি।
(৬) বিক্রম মহন্ত, ময়নাগুড়ি।
সিলভার পেয়েছেন মোট ৬ জন। তাদের নাম -
(১) অন্বেষা দেবনাথ, জলপাইগুড়ি।
(২) সূর্য রায়, জল্পেশ।
(৩) কল্পনা ছেত্রী, বানারহাট।
(৪) রামকৃষ্ণ রায়, জলপাইগুড়ি।
(৫) কুনাল জর্দার, জলপাইগুড়ি।
(৬) উদয় বিশ্বাস, ময়নাগুড়ি।
ব্রোঞ্জ পদক জয়ী মোট ২ জন।
(১) আয়ুষ বিশ্বাস, জলপাইগুড়ি।
(২) সৌরভ ওরাওঁ, বানারহাট।
কোচ দীপক বর্মন জানায়, গোল্ড মেডেল পাওয়া প্রতিযোগীরা ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ পেয়েছেন।
পাশাপাশি তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊