রৌপ্যমুদ্রার ছড়াছড়ি লাভপুরে হুড়োহুড়ি

Silver coin


লাভপুর ব্লকের জামনা অঞ্চলের ধ্রুববাটি গ্রামের রাস্তায় রৌপ্যমুদ্রার ছড়াছড়ি ? রীতিমতো হরির লুটের মতো মুদ্রা কুড়ালো সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ । সম্প্রতি একটি বহু পুরনো বাড়ি থেকে মাটি খুঁড়ে সেই রাস্তায় ফেলা হয়েছিল পরে মাটি জেসিবি দিয়ে নাড়াচাড়া করতেই বেরিয়ে পড়ে মুদ্রাগুলো । আর তাতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় এলাকায় সাধারণ মানুষ সংগ্রহ করে নেয় সেগুলো । 



ঘটনাটি ঘটেছে মঙ্গলবার । তবে মুদ্রাগুলো রুপোর ও প্রত্যেকটির ওজন এগারো গ্রাম করে এমনটাই দাবি গ্রামবাসীদের । ওই প্রাচীন বাড়ির বর্তমান বাসিন্দা বিশ্বজিৎ দত্ত জানান, এটি তার মামার বাড়ি সেখানেই থাকেন । মামারা কর্মসূত্রে অন্যত্র থাকেন । তবে কিভাবে এই মুদ্রা এল সে ব্যাপারে তার কিছু জানা নেই । মুদ্রাগুলো এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়তেই রীতিমতো আনন্দে আত্মহারা তারা এক্ষেত্রে এককভাবে পাওয়া মুদ্রার সংখ্যা খুব বেশি নয় ও প্রত্যেকে দু-চারটে করেই পেয়েছেন এমনটাই জানায় এলাকাবাসীরা । 



যদিও মুদ্রা সম্পর্কে কোন প্রত্নতাত্ত্বিক তথ্য জানা যায় নি এমনকি এখনো পর্যন্ত এ ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগ বা অন্য কোন স্তরের সেরকম তৎপরতাও সামনে আসেনি । তবে আমরা ইতিমধ্যেই এই মুদ্রার ছবি সংগ্রহ করে গবেষকদের কাছে পাঠিয়েছি, তথ্য পেলে তা তুলে ধরা হবে ।