রামনবমীর আগে গেরুয়া পণ্যের চাহিদা তুঙ্গে

Ram Navami


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :-

রাত পোহালেই রামনবমী। আর এই রামনবমী উপলক্ষে শহর জুড়ে গেরুয়া পণ্যের চাহিদা তুঙ্গে।

গত কয়েক বছর ধরে বর্ধমান শহরে ধুমধাম করে উদযাপন করা হয় দিনটি। রাজ্যের নানা জায়গার পাশাপাশি মিছিল বের হয় শহরে। তার আগে রামনবমী উপলক্ষে এখানকার বাজারে কেনাকাটার ধুম লেগেছে। দেদার বিক্রি হচ্ছে রাম-হনুমানের সঙ্গে জড়িত পণ্যের। বিকোচ্ছে পতাকা, ব্যাজ, ওড়নার মত রকমারি গেরুয়া জিনিস। চাহিদা এতটাই যে জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে দোকানিদের।



বর্ধমানের মহাবীরস্থান চত্বর এখন কমলা চাদরে ঘেড়া।

বছর কয়েক আগেও বর্ধমানের ছবিটা ছিল অন্য রকম। যদিও এখন গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রাম নবমী। হনুমানের ছবিওয়ালা পতাকা থেকে শুরু করে গেরুয়া রঙের নানান পতাকা নিয়ে রাম ভক্তরা শহরের রাস্তা মাতিয়ে তোলে। তাই রামনবমীর আগে এই সকল সামগ্রীর চাহিদা বাড়ে। এবছর দোকানিরা নতুন নতুন অনেক সামগ্রী নিয়ে হাজির হয়েছে। জয় শ্রী রাম লেখা উত্তরীয়, মাথার ফেটটি, হাতের ব্যান্ড , রামের ছবি দেওয়া টি শার্ট, এমনকি হনুমানের ছবি দেওয়া গাড়িতে লাগানোর মিনি ফ্ল্যাগও।