M. S. Dhoni: ইতিহাস গড়লেন ধোনি, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নয়া মাইলফলক

Dhoni


বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে নয়া মাইলফলক স্পর্শ করলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রবিবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে দেখাতে পারেননি চমক। দুটি বল খেলার সুযোগ পেয়ে ৫ রান করেন ধোনি। পরে উইকেটকিপিং করতে নেমে ১টি ক্যাচ ধরেন। এদিনের ম্যাচে তেমন কোনো উল্লেখযোগ্য অবদান না থাকলেও ছুঁয়ে ফেললেন এক মাইলফলক।

এদিন, বিশ্বের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ১৫০টি আইপিএল ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করলেন উইকেট কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। এর আগে কেউ এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। ২০০৮ সালের উদ্বোধনী মরশুম থেকে এখনও পর্যন্ত ধোনি সার্বিকভাবে ২৫৯টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। যার মধ্যে তাঁর দল জিতেছে দেড়শোটি ম্যাচ।

ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি আইপিএল ম্যাচ জয়ের নিরিখে ধোনির পরেই রয়েছেন জাদেজা। ২০০৮ থেকে এখনও পর্যন্ত মোট ২৩৫টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। দল জিতেছে ১৩৩ ম্যাচ। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জাদেজার ব্যাট করতে নামার সুযোগ হয়নি। তবে ৪ ওভার বল করে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট তুলে নেন তিনি।