WB SSC Supreme Court: Supreme Court No 1 Live Streaming
WB SSC Supreme Court: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে সদ্যই চাকরি হারিয়েছেন রাজ্যের ২৫,৭৫৩ শিক্ষক ও অশিক্ষক কর্মী। উচ্চ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। আজ সেই মামলার শুনানি ।
জানা গিয়েছে, আজ ২৯ এপ্রিল, সোমবার এসএসসি মামলার (WB SSC Supreme Court) শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি এই বেঞ্চে থাকবেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। প্রধান বিচারপতির বেঞ্চে আজ দুপুর ১২টা নাগাদ শুনানি শুরু হতেপারে এই মামলার। এখন এই শুনানিই শেষ ভরসা সদ্য চাকরিহারাদের।
কলকাতা হাইকোর্টের নির্দেশে শোরগোল পরে গিয়েছে সারা রাজ্যে। স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২১ এপ্রিল, সোমবার নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ২০১৬ সালের পুরো নিয়োগ বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন।
বুধবার রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে SLP দায়ের করা হয়েছে । দ্রুত শুনানির আবেদনও জানিয়েছিল রাজ্য এমনটাই খবর। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ১৫ দিনের মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাই দ্রুত বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে (WB SSC Supreme Court) শুনানি চায় রাজ্য। পাশাপাশি সুরাহা না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়েও আবেদন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে।
মিসেলেনিয়াস শুনানির ফ্রেস অ্যাডমিশনের তালিকায় 36 নম্বরে এই মামলাটি (WB SSC Supreme Court) উঠতে চলেছে। মূল মামলাটির সাথে সংযুক্ত আরো তিনটি SLP'ও আছে একসাথেই। রাজ্য সরকার, SSC , মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্য - এই চারজন পিটিশনারের করা SLP একসাথে উঠতে চলেছে ঐ দিন প্রাথমিক পর্বে তা গ্রহণের উদ্দেশ্যে।
লোকসভা নির্বাচন চলাকালীনই ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশব বেঞ্চ ২০১৬ সালের SSC-র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করা হয়। SSC-র প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যাঁরা চাকরি পান, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দিতে নির্দেশ দেয় আদালত। এরপরে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশকে বেআইনি বলে শীর্ষ আদালতে যাওয়ার ঘোষনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ তাঁর সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊